নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেন আর নেই

  
    

একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী, গবেষক, স্বরলিপিকার, সংগীতপ্রশিক্ষণ ও সংগীতশিল্পী খালিদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে বুধবার (২২ মে) রাত সোয়া দশটায় তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন খালিদ হোসেন। খালিদ হোসেনের চিকিৎসার সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সেই অনুদানেই চলছিল তার চিকিৎসা।

খালিদ হোসেনের জন্ম ১৯৩৫ সালের ৪ ডিসেম্বর। ২০০০ সালে তিনি একুশে পদক পেয়েছেন। এছাড়া পেয়েছেন নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ অসংখ্য সম্মাননা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments