নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আওয়ামী লীগ; টানা তৃতীয়বারের জন্য বিজয়ী

  
    
টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আওয়ামী লীগ। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করবেন শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেতে যাচ্ছে আওয়ামী লীগ। এ হ্যাটট্রিক জয় দেশের জনগণকে উৎসর্গ করবে দলটি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে রবিবার সন্ধ্যায় আবদুর রহমান জানান, যারা নির্বাচিত হচ্ছেন এর পেছনের কারিগর হলো জনগণ। যেহেতু এ বিজয়ের পেছনে জনগণের বিশাল ভূমিকা রয়েছে সুতরাং এ বিজয় জনগণকে উৎসর্গ করা হবে। রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। এখন ফলাফল ঘোষণা চলছে। প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত এবং এগিয়ে থাকা আসনের ভিত্তিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিশাল বিজয় অর্জন করতে যাচ্ছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট দুই তৃতীয়াংশ আসনে জয় লাভ করে সরকার গঠন করেন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা না করায় একতরফা জয়লাভ করে আওয়ামী লীগ। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করলেও বিশাল জয়ের পথে মহাজোট।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments