নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

  
    

প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নৈপুন্য ও চৌকষ পরিচালনায় নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টি-২০ সিরিজে ঐতিহাসিক জয় সম্ভব হলো। গতকাল ঢাকায় মিরপুর শেরে বাংলানগর স্টেডিয়ামে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে কাঙ্খিত সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৯৩ রানের জবাবে বাংলাদেশ ৯৬ রান করে ৬ উইকেটে জয়লাভ করে। শেষ ওভারের প্রথম বলেই চার মেরে জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৩ রান সংগ্রহ করেন।

ইত্তেফাক জানায়, ২০ ওভারে মাত্র ৯৪ রানের লক্ষ্য। যেকেউ এমন টার্গেটের কথা শুনলে ধরেই নিবেন জয় না পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। হ্যাঁ, বাংলাদেশও সেই টার্গেটে জয় তুলে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে। তবে যারা টিভি পর্দায় খেলা দেখেছেন, তারা জানেন এই রান তুলতে বাংলাদেশকে কতোটা পরীক্ষা দিতে হয়েছে। শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে মাহমুদউল্লাদের। কিছুদিন আগে জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে আসলো বাংলাদেশ দল। ঘরের মাঠে ফিরেই ইতিহাস রচনা করে টাইগাররা। প্রথমারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় অজিদের। আরও একটি ইতিহাস রচনা হলো গতকাল। নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জিতল বাংলাদেশ দল। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাসুম আহমেদ।

জয়ের নায়ক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

খেলা শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম বলেন, “ নিউজিল্যান্ড যদি আর ১৫/২০ রান করতে পারতো তবে হয়তো আমরা জিততে পারতাম। কিন্তু বাংলাদেশের নৈপুন্যে সেটা সম্ভব হয়নি।” মাহমুদউল্লাহ বলেন, “ আগামী ১০ সেপ্টেম্বরে শেষ ম্যাচটিতেও জয়লাভ করার চেষ্টা করব।”

সংক্ষিপ্ত স্কোর
টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড : ৯৩/১০ (১৯.৩ ওভার)
ইয়ং ৪৬, ল্যাথাম ২১
নাসুম ৪-২-১০-৪, মুস্তাফিজ ৩.৩-০-১২-৪, সাইফউদ্দিন ৩–০-১৬-১, মেহেদী ৪-০-২১-১

বাংলাদেশ : ৯৬/৪ (১৯.১ ওভার)
রিয়াদ ৪৩*, নাঈম ২৯
এজাজ ৯/২, ম্যাককঞ্চি ৩৪/১

ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments