প্রশান্তিকা ডেস্ক: আমেরিকার ইতিহাসে প্রথম করোনা ভ্যাকসিন পেলো নিউ ইয়র্কের নার্স স্যান্ড্রা লিন্ডসে। গতকাল ফাইজারের ভ্যাকসিনের অনুমোদনের প্রথম প্রহরেই কুইন্সের লং আইল্যান্ড জুইস মেডিক্যাল সেন্টারের রেজিস্ট্রার্ড নার্স হিসেবে তিনি এটি গ্রহণ করলেন।
নার্স স্যান্ড্রাকে ভ্যাকসিন দেয়ার দৃশ্যটি টেলিভিশনে লাইভে প্রচার করা হয়। ইন্জেকশনটি নেয়ার পরে এক প্রতিক্রিয়ায় ওই নার্স বলেন, “ আমি আনন্দিত এবং আশাবাদ ব্যক্ত করছি।” তাঁর পরপরই অন্যান্য হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টীকা দেয়া হয়। এর আগে কথা ছিলো হোয়াইট হাউজের কর্মীরাও প্রথম দিকে টীকা পাবে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম সেটি বাতিল করে দাও।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক ১৬.২ মিলিয়ন ভাইরাস আক্রান্ত হয়েছে যা একক দেশ হিসেবে পৃথিবীতে বৃহত্তম। তার পরেই রয়েছে ভারত যেখানে ৯.৮ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম দিকের টীকাদান কর্মসূচিতে ৫৪৫ সাইট থেকে একযোগে করা হচ্ছে।