
প্রশান্তিকা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রোঙ্কস চিড়িয়াখানায় একটি বাঘ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিএনএন জানায়, ৪ বছর বয়সী নাদিয়া নামের বাঘিনী দেখতে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হলেও এটি একটি মালাইয়ান বাঘিনী। এর মাধ্যমে এই প্রথম মানুষের দ্বারা বাহিত কোভিড-১৯ ভাইরাসটি প্রাণীকুলেও ছড়িয়ে
পড়ল।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, বাঘিনী নাদিয়া এবং তার বোন আজুল এবং আরও দুটি বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহ শুষ্ক কাশি দিচ্ছিলো এবং তাপমাত্রাও ছিলো। নিউ ইয়র্কে করোনার প্রাদুর্ভাবের কারণে ভেটরা প্রাণীদের করোনা টেস্ট করায়। টেস্টের পরে নাদিয়ার পজেটিভ রেজাল্ট আসে। ভেট ও চিড়িয়াখানার কর্মীরা তাদেরকে অতিরিক্ত যত্ন করছেন এবং নিয়মিত চিকিৎসা দিচ্ছেন। তাদের ধারনা, করোনায় আক্রান্ত কোন ব্যক্তি বাঘিনীর কাছে (ক্লোজ কন্ট্যাক) আসতে পারে। নাদিয়া সহ অসুস্থ প্রাণীগুলোকে আইসোলেশনে বা অন্য প্রাণীদের থেকে দূরে রাখা হয়েছে।