
প্রশান্তিকা ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে লিবারেল পার্টি। গতকাল শনিবার দিনব্যাপি ভোটে লিবারেল পার্টি শক্তিশালী প্রতিপক্ষ লেবার পার্টিকে পরাজিত করেছে। এই প্রথম সরাসরি ভোটে নিউ সাউথ ওয়েলস মহিলা প্রিমিয়ার হিসেবে গ্লাডিস ব্যারিজিকলিয়ান ক্ষমতা গ্রহণ করবেন। এর আগে লিবারেল পার্টির নির্বাচিত প্রিমিয়ার পদত্যাগ করলে গ্লাডিস লিবারেল পার্টির হাল ধরেন এবং প্রিমিয়ারের দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ভোট গণনায় জানা গেছে লিবারেল পার্টি ও ন্যাশনাল কোয়ালিশন সংখ্যা গরিষ্ঠ হতে ৪৭টি আসন পেতে পারে। এ পর্যন্ত দলের ৪৬টি আসন নিশ্চিন্ত হয়েছে। এবার নির্বাচনে লেবার পার্টির ১৬.১% ভোট কমেছে।
গতকাল রাতে নির্বাচনে পরাজয় মেনে নিয়ে লেবার পার্টির প্রধান মাইকেল ডালি বক্তব্য দিয়েছেন। তিনি পার্লামেন্টে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পালনের নিশ্চয়তা প্রদান করেন। অপরপক্ষে প্রিমিয়ার গ্লাডিস তার দলকে নির্বাচিত করার জন্য জনগনকে কৃতজ্ঞতা জানান।