নিশ্ছিদ্র নিরবতা-কাকলী আহমেদ

  
    

শুন্যতা করেছে গ্রাস
সব কিছু নিয়েছে খুয়ে
নিস্তব্ধ নিরবতায় নিশ্চুপ
সহস্র বিনিদ্র রজনী করে পার

ভাবছি আর একবার
তোমার ভালবাসার দ্রোহে
পুড়ে খাঁটি হব , হব অঙ্গার

দেখবে এই আমি একদিন
ইকারুসের ডানায় ভর করে
শূন্য গগণে অনেক উপরে উঠে যাব
পেঁজা পেঁজা বরফ ছড়াবো

শ্বেত শুভ্র হিম শীতল বরফ
তোমার নিস্তব্ধতা ধুয়ে দেবে
তোমার মনের গহীন তলে
নিস্তরঙ্গ ঢেউ খেলে
পিপাসার্ত দু চোখ মেলে
তাকাবে কি ফের এই দেবীর দিকে?

আমারও ছিল না জানা
কোথায় কমতি খানা
সেটাই দুখখো হয়ে
ছুয়েছে অভিমানের ডানা
কখনো দেই নি বুঝি অনন্ত সুখ
তোমার যা নেবার ছিল
তন্ন তন্ন করে আদায় করে নিতে
নেয়াতেও সুখ আছে
আছে দেয়াতেও সুখ অফুরান

ভেনাস পারিনি হতে
সাধারণ প্রেমিকাও নই বটে
অভিমান ঝরে গেলে আদরে ছুয়ে দিয়ে
মাথায় ফুলেল মুকুট তুলে
চুম্বন রসে সিক্ত করে
বলতে পুনরায় ভালোবেসে
“পারিনি চিনতে এতকাল
তুমিই ভেনাস আমার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments