পর্তুগালে দুর্ঘটনায় ২৮ জার্মান পর্যটকের মৃত্যু

  
    

পর্তুগালের মাদেইরা দ্বীপে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে যাওয়ায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এ সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে সান্তা ক্রুজ মিউনিসিপলিটির নিকটবর্তী কানিসিও শহরের কাছে বাসটি  ৫০ জন এর মতো যাত্রীসহ রাস্তা থেকে ছিটকে যায়।

সান্তা ক্রুজ মিউনিসিপলিটির প্রধান ফিলিস সওসা জানিয়েছেন, বাসটিতে সবাই জার্মান পর্যটক ছিলেন।দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ১৭ জন নারী।

আহতদের সেখান থেকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments