পাকিস্তানকে উড়িয়ে দিলো উইন্ডিজ

  
    

সাম্প্রতিক কালে পাকিস্তা‌নর সময়টা খুব বাজে কাটছে। শেষ ১০টি ওয়ানডে ম্যাচে টানা হার। তবে বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা করেছিল দলটি। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলে সমানভাবে পরাস্ত হল সরফরাজের দল। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেনার ফাখার জামান শুরুতেই দারুণ কিছু শট খেলেন। আরেক ওপেনার ইমাম উল হকের উইকেট তুলে নেওয়ার পর বদলে যায় পরিস্থিতি। বাবর আজম উইকেটে নেমে বেশ ভয়ডরহীন ভাবে খেলছিলেন। তখনই বোলিংয়ে পরিবর্তন আনে উইন্ডিজ। বল হাতে নিয়েই ফাখারকে বোল্ড করেন আন্দ্রে রাসেল।

এরপর শুরু হয় পাকিস্তানি ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা। দলের পক্ষে সর্বোচ্চ রানের স্কোরটি ২২। ফাখার ও বাবরের দুইজনই এ পরিমাণ রান করেন। শেষপর্যন্ত ৭ উইকেটে জিতে যায় জেসন হোল্ডারের দল। পাকিস্তানের অভিযান শুরু হয় দুঃস্বপ্ন দিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২১.৪ ওভারে ১০৫/১০ (বাবর ২২, ফখর ২২, ওয়াহাব রিয়াজ ১৮, মোহাম্মদ হাফিজ ১৬; থমাস ৪/২৭, হোল্ডার ৩/৪২)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৪ ওভারে ১০৮/৩ (গেইল ৫০, নিকোলাস পুরান ৩৪; আমির ৩/২৬)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments