পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

  
    

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখলো ভারত। রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টি আইনে ৮৯ রানে জিতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে সবগুলো জিতলো ভারত। 

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দারুণ ব্যাটিংয়ে ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতেই হয় ১৩৬ রান। দ্বিতীয় উইকেটে রোহিতের সঙ্গে আরও একটি দারুণ জুটি গড়েন অধিনায়ক বিরাট কোহলি। ৯৮ রানের পার্টনারশিপ করেন তারা। রোহিত ১১৩ বলে ১৪০ রান করে আউট হন।

রোহিতের বিদায়ের পর অধিনায়ক কোহলি হার্দিক পান্ডিয়ার সঙ্গে মিলে করেন ৫১ রান। অবশেষে দাঁড় করায় ৩৩৬ রানের বড় সংগ্রহ। পরে বৃষ্টির কারণে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রানের। যার বিপরীত নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩৩৬/৫ (রাহুল ৫৭, রোহিত ১৪০, কোহলি ৭৭, পান্ডিয়া ২৬, ধোনি ১, শঙ্কর ১৫*, কেদার ৯*; আমির ৩/৪৭, হাসান ১/৮৪, রিয়াজ ১/৭১, ইমাদ ০/৪৯, সাদাব ০/৬১, মালিক ০/১১, হাফিজ ০/১১)।

পাকিস্তান: ৩৫ ওভারে ১৬৬/৬ (ইমাম ৭, ফখর ৬২, বাবর ৪৮, হাফিজ ৯, সরফরাজ ১২, মালিক ০, ইমাদ ৪৬*, সাদাব ২০*; ভুবনেশ্বর ০/৮, বুমরাহ ০/৫২, শঙ্কর ২/২২, পান্ডিয়া ২/৪৪, কুলদিপ ২/৩২, চাহাল ০/৫৩)।

ফলাফল: বৃষ্টি আইনে ভারত ৮৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: রোহিত শর্মা (ভারত)।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments