বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৪১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া ৩০৮ রানের জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে পাকিস্তান।
টস জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। অস্ট্রেলিয়ার শুরুটা ছিল অসাধারণ। কিন্তু আমিরের দুর্দান্ত বোলিং এ ডেভিড ওয়ার্নারের ১০৭ ও এ্যারন ফিঞ্চের ৮০ রানের পরও ৩০৭ রানের বেশি করতে পারল না অস্ট্রেলিয়া। মোহম্মদ আমির ৫ উইকেট দখল করেন।
পাকিস্তানের ইনিংসে শুরুতেই ধ্বস নামে। ২ রানের মাথায় প্রথম উইকেট পরে পাকিস্তানের। এরপর ওপেনার ইমাম উল হক ও বাবর আজম মিলে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কোল্টার নাইল আউট করে দেন বাবর আজমকে (৩০)। শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেছেন ওয়াহাব রিয়াজ। সরফরাজ আহমেদ ৪০ রান করে রান আউট হলে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ২৬৬ রানে। কামিন্স, স্টার্ক, রিচার্ডসনরা কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তান ইনিংসকে ভাঙার দায়িত্ব ভাগ করে নেন।