বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক প্রদ্যূৎ সিংহ চুন্নু ভাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে চলে গেলেন পরপারে। তাঁর আত্মার শান্তি হোক।
বাংলাদেশের জাতীয় স্বার্থে তথা মুক্তিযুদ্ধের চেতনা, স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমাদের ভাষা ও সংস্কৃতি এরকম নানা বিষয়ে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনে আমরা একসাথে রাজপথে থেকেছি। অসংখ্য সভা সমাবেশে একই মঞ্চে বক্তব্য রেখেছি। রাজনৈতিক কারণে তাঁর সাথে মত ভিন্নতা থাকতেই পারে কিন্তু তার পরেও তাঁকে শ্রদ্ধা করি অশেষ।
যারা রাজনীতি করেন, সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত রাখেন, আমরা জানি এই মানুষগুলোর সমাজের প্রতি কত বড় ডেডিকেশন থাকে? তাদেরও সংসার আছে, পরিবার পরিজন আছে, তাদেরও ইনকাম করেই সংসার চালাতে হয়। তারপরেও দেশের জন্য, মানুষের জন্য নিজের সময়, শ্রম, জীবন উৎসর্গ করতে পিছপা হন না। প্রদ্যূৎ সিং চুন্নু আজীবন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ থেকেছেন।
অনেকেই রাজনীতিবিদদেরকে নিয়ে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে নেতিবাচক কথা বলে থাকেন। তাদেরকে বলছি- যারা রাজনীতি করেছে, তারাই ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের মাতৃভাষাকে রক্ষা করেছে। তাদের রক্তের বিনিময়েই পেয়েছি। তাদের কাছে আমরা ঋণী। যারা রাজনীতি করেছিল, তারাই আন্দোলনে, সংগ্রামে এবং যুদ্ধে গিয়েছিল, তারাই রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল বলে আজকে আমরা স্বাধীন, একটি স্বাধীন দেশ পেয়েছি। গর্ব করে বলতে পারি, “আমি বাঙালি আমি বাংলাদেশি”।
১৯৫২ সালে, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭১, এবং ১৯৯০ সালের গণ অভ্যুত্থানে যারা রাজনীতি করেছিল, তারাই কিন্তু আজকের বাংলাদেশের প্রকৃত রূপকার, বাংলাদেশের স্থপতি, তাদের রক্তেই গড়ে উঠেছে পদ্মা সেতু, তাদের রক্তেই গড়ে উঠেছে আজকের মেট্রোরেল, তাদের রক্তেই নির্মিত হয়েছে কর্ণফুলী নদীর নিচে টানেল। অথচ সেই সময়গুলোতেও অনেকে বলেছিল “যারা রাজনীতি করে তারা খারাপ”।
আমরা অনেকেই স্বপ্ন দেখি– আমাদের ছেলে মেয়েদেরকে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাব। কিন্তু আমরা কেউ স্বপ্ন দেখি না যে, আমার সন্তানকে একজন ভালো রাজনীতিবিদ বানাব। যার ফলে এখন আমাদের দেশে ভালো রাজনীতিবিদের অভাব।
যত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, চার্টার্ড একাউন্টেন্টই থাকুক না কেন, যদি ভালো রাজনীতিবিদ না থাকে, দেশের উন্নয়ন হবে না। আপনার আমার দেশ কোনো দিন উন্নত দেশে পরিণত হবে না। আপনি আমি কোনো দিন নিরাপদে ঘুমাতে পারব না। আমাদের কি এ বিষয়ে চিন্তা করার সময় এখনো আসেনি?
লেখকঃ কথাসাহিত্যিক, কলামিস্ট।