পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইলফোর্ডের সেভেন কিংস মসজিদে তারাবির নামাজের সময় গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, গুলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ঘটনাটির সঙ্গে জঙ্গি হামলার সম্পৃক্ততা নেই। এ ঘটনায় মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে। একি সাথে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, গুলি চালানোর সময় কয়েকজন সাহসী মুসুল্লি হামলাকারীকে জোরপূর্বক বাইরে বের করে দেয়। এরপরও একটি গুলির শব্দ শোনা গেছে। পুলিশ ধারণা করছে যে, মুখোশধারীর হাতে যে অস্ত্র ছিলো সেটি একটি ব্ল্যাঙ্ক ফায়ারিং গান যা দিয়ে শুধুমাত্র ফাঁকাগুলি ছোড়া যায়। তাই এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এই খবর ছড়িয়ে পড়লে লন্ডনে বাংলাদেশি মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।