পৃথিবীর চোখে এক অলৌকিক দৃশ্য
প্রকৃতির দেহ আগুনে ক্ষতবিক্ষত হলে
দিন ডেকে ওঠে মধ্যরাতের কৌড়াল
গরুর কর্কশ চিতকারে ফোটে ওঠে ঝঞ্ঝার ইশারা
দিনের ডাক গরুর ডাক একাকার হয়ে গেলে
শূন্যের আইড়াকোণা তপ্ত হয়ে ওঠে
হাওরসমুদ্রে ছড়িয়ে পড়ে হাহাকার
ঢেউয়ের ফনায়
নৌকার হাল ধরা মাঝি
মেঘ আর বাতাসে~ শিকল বন্দী হয়
হাওরজল ফুলে ওঠে মটকার পেট
কে একজন বলেছিল
জলে মজমা ফেলার সময়
সাবধান
আকাশে আজ আগুনপানিবাতাস গুডাগুডা নাচে মিশখাওয়ান
চলতেছে~ সাতপাক ঘুরে
আব্রু খোলে নেবে একদল চিলবাতাস
গতর নাঙ্গা করে শিরার ভিতর ঢুকে যাবে
বাদারের স্বেচ্ছাচার হায়েনা
ওদিকে যেওনা~ এটা কোনো সমাধান নয়
ভেসে ওঠছে পৃথিবীর চোখে
এক অলৌকিক দৃশ্য ~ এ পৃথিবী যখন
বসবাসের অযোগ্যই
তারচেয়ে চলো~ ঐ দৃশ্যান্তরে বিলিন হই~ তুমি আমি~ শূন্যে মিশ খাই
পৌঁছে যাই আপন ঠিকানায়
সেপ্টেম্বর ২০২০।
হাওরবালা
হাওর এতো সুন্দর কেন?
কেননা
সুন্দরবন থেকে সুন্দরহাওর
সুন্দরজলহাওর
সবুজে জলে ডুবে গেলে
মায়া জন্মে, জালমুক্ত মায়া
আনন্দ করতালি দিয়ে ওঠে
মুক্ত ও মুক্তির অসীম ছায়াপথে
গুম হয়ে যায় কুড়ালের চোখ
আত্মা নিরাপদ অলংকৃত হয়
ছোট্ট সেফটিপিনে
মানুষ এখানে~ একটানে সহজে সহজ হয়
মানুষ এখানে~ সবখানে শেকলমুক্ত হয়
দেহ শূন্য করে মন ওড়ে ~ দূরে, শূন্যে
পানি কাউর আর পানকৌড়িদের সাথে
পোয়াতি হাওরবালার পেটে কান পেতে শুনি সবুজধারা বিস্তারের ডুবসাঁতার
ঝলমল রুপালি জলের কৈশোরমাখা
উড়িগুডা ঝমঝম আওয়াজ
ইষ্টিকুটুমের প্রাণগোলা কোলাহল
কে তখন?
হাওর মায়ের কোলে~ দোলে দিগম্বর ডেংগাফুল?
ভুলে জাতপাতমানকূল ?
মানব,মানব,মানব~ মানবশিশু
ঐ ভাসে, আকাশে এখন, পবিত্র এক যিশু
অক্টোবর ২০২০।
সিদ্দিক বকর
: জন্ম-গাজিরচর,বাজিতপুর, কিশোরগঞ্জ।
বাস রায়েরবাগ, ঢাকায়।
পেশায় ব্যবসায়ী। সংস্কৃতি ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী।
লেখালেখি মাধ্যম- গল্প ও কবিতা।
প্রকাশিত গ্রন্থ- জীবন্মুক্ত বাতিঘর (গল্প)।