প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদদীন আহমদ আর নেই। আজ রোববার বিকেল ৩টা ৪৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শারীরিক অসুস্থতার জন্য ১৫ দিন ধরে হাসপাতালে ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতৎ রাখা হয়। এর আগে তিনি একাধিকবার লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছিলেন।
মমতাজউদদীন আহমদ ১৯৩৫ সালের ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন মমতাজউদদীন আহমদ।
নাট্যকলায় অনন্য অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন।