প্রতিরুপ – রাফসান রোহান

  
    

 

?

প্রতিরুপ

⎯ রাফসান রোহান

◈ অবাধ

চোখ দু’টো অপেক্ষার প্রহর গুনছে,
বিকেলটা খানিক পরেই মৃত।
সন্ধ্যার আকাশে বিলীন হবে সেই অপেক্ষা।
তবুও তোমার আকাশে থাকবে অন্তর্ধারণ।

আমার অভিমানের ভঙ্গি, তুমি আজও বুঝবে না।
বুঝবে না কেনো দাঁড়িয়ে আছি,
এই খোলা আকাশের নীচে,
তবুও সেই পুরনো শাড়ি পরে।

 

 

◈ খামখেয়ালী

আমাকে ভুলে যাওয়াটা স্বাভাবিক,
যে ভুলে যাওয়াটা স্বভাবগত,
ফেলে আসা অতীতের প্রতিটি সূর্যাস্ত।
আমাকে ভুলে যাওয়াটা বেশ কঠিন কাজ নয়,
যেখানে নিজের অতীতটা,
নিজেই মনে রাখতে পারো নি!
আমি তো শুধুমাত্র এক বিন্দু জল,
তুমি তো ভুলে যাচ্ছো গোটা বঙ্গোপসাগরটাকে।
যে কি না দিয়েছে তোমায় বাঁচার অনুপ্রেরণা,
দিয়েছিলো সাহস তোমায় ভয়ার্ত মুহূর্তে।

 

 

◈ বিলাপ

ভেবেছিলাম,
তোমায় একটি বসন্ত কিনে দিবো।
এক রৌদ্রোজ্জ্বল দুপুর উপহার দিবো।

আমি ভেবেছিলাম,
তোমায় একটি বিকেল কিনে দিবো,
যে বিকেলের আকাশ হবে মেঘলা,
আর খানিক মৃদু বাতাস বয়ে যাবে।

স্বপ্ন দেখেছিলাম,
তোমায় এক খানা পুকুর উপহার দিবো।
সেই পুকুর পাড়ে থাকবে হিজল গাছ,
হিজল ফুলে সাজবে পুকুরে জল।

একটি পূর্ণিমার চাঁদ কিনে দেয়ার ইচ্ছে ছিলো,
যাতে কখনো তোমায় অন্ধকারে হারাতে না হয়।

 

 

রাফসান রোহান
সৃজনশীলতার গল্পকার

প্রতিষ্ঠাতা, বন্ধু টাইম

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments