শিমি কাজী সুলতানাঃ এ বছর রমজানের কারণে পিছিয়ে এবং কিছুটা সময় নিয়ে বাংলাদেশী সাংস্কৃতিক সংগঠন প্রতীতি’র বর্ষবরণঅনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে সিডনীর উয়েন্টওর্য়থভিলের রেডগাম অডিটোরিয়ামে। আগামী ৪ঠা জুন ২০২২ শনিবার সন্ধ্যা ৬টায় অনুপম এই বর্ষবরণ অনুষ্ঠানে থাকছে শিশু, কিশোর কিশোরী ও প্রতীতির পরিবেশনায় গান, নাচ, কবিতা। সত্যিকার বৈশাখী ছোঁয়া পেতে প্রতীতির এ আয়োজন সিডনী প্রবাসী বাঙালীদের কাছে এক প্রতীক্ষিত দিন। এ আয়োজনে নান্দনিক ও ঐতিহ্যবাহী বৈশাখী সাজেসজ্জিত দর্শক-শ্রোতাদের জন্যও থাকছে প্রতীতি সংগঠনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার।
অনবদ্য বর্ষবরণের এবারের আয়োজনে বিশেষ আকর্ষণে থাকছে শিশু শিল্পীদের পরিবেশনা। অন্যান্য বারের মতো থাকছে সমবেত কন্ঠে গান, কবিতা, নাচ ও রবীন্দ্র সঙ্গীত সহ অন্যান্য আরও কিছু বিশেষ আকর্ষণ। এছাড়াও দেশীয় পিঠা-পুলির আয়োজন। বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির চর্চা, প্রসার ও বিকাশই মূলত প্রতীতির প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য। প্রতীতির প্রধান পৃষ্ঠপোষক সিরাজুস সালেকিন বলেন, বর্ষবরণের আয়োজন মূলত প্রবাসে বাংলাদেশকে পরিচিত করা। তিনি জানান, প্রতীতির প্রতিটি আয়োজন অতান্ত সুনিপুণ, শিল্প-সম্মত এবং বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিগত দিক সামঞ্জস্য রেখে উচ্চমান সম্পন্ন করার চেষ্টা করা হয়।

উল্লেখ্য যে, সিরাজুস সালেকিন বাংলাদেশের একজন প্রথিতযশা রবীন্দ্র সঙ্গীতশিল্পী হিসেবে সুপরিচিত। প্রসঙ্গত আরো উল্লেখ্য যে, সিরাজুস সালেকিন বাংলাদেশের জনপ্রিয় লোকগীতি শিল্পী আব্দুল লতিফের ছেলে। যিনি সোনা সোনা সোনা লোকে বলে সোনা, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, দোল দোল দুলুনি প্রভৃতি জনপ্রিয় গানগুলোর গীতিকার ও সুরকার। আব্দুল লতিফের ছেলে সিরাজুস সালেকিন খুব ছোটবেলা থেকেই রেডিও পাকিস্তানে ছোটদের অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাই খুব অল্পবয়সেই তারসাংস্কৃতিক পরিমণ্ডলে যাত্রা শুরু হয়। ঢাকায় থাকাকালীন সময়ে তিনি রেডিও ও টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী হিসেবে দর্শক শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন। সিডনীতে তিনি প্রতীতি নামে এই সংগঠনটি গড়ে তোলেন বাংলা ভাষাভাষী নতুন প্রজন্মকে রবীন্দ্র রচনার সাথে বন্ধন তৈরির প্রয়াসে। আর এ লক্ষ্যেই তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। বলা বাহুল্য যে, সিডনীবাসীদের মতে প্রতীতির প্রতিটি উপস্থাপনা এখন পর্যন্ত পরিমার্জত ও গুণগত মানেশিল্প-সম্মত।