প্রশান্তিকা রিপোর্ট: আগামী ২৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় সিডনির স্বনামধন্য সংগঠন প্রতীতির শ্রোতার আসর বসবে গ্লেনফিল্ডের কমিউনিটি হলে। প্রতীতির এটি ষষ্ঠ আসর। এ আসরের প্রথম পর্বে সঙ্গীত পরিবেশন করবেন ওয়াসিফ আহমেদ, সাজিয়া হোসেন ও ফয়সাল খালিদ। দ্বিতীয় পর্বে থাকছে প্রতীতির সদস্যদের নিজস্ব পরিবেশনায় ষড়ঋতু নিয়ে গীতিআলেখ্য ‘গান আমার যায় ভেসে যায়’।
প্রতীতির কর্ণধার প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সিরাজুস সালেকীন প্রশান্তিকাকে বলেন, “প্রতীতির অর্থ হচ্ছে বিশ্বাস। প্রবাসে বাংলা সংস্কৃতিকে বহমান করে রাখার জন্য দীর্ঘ ২২ বছর ধরে চর্চা করে আসছে প্রতীতি।” তিনি আরো বলেন, “সিডনির দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাঙ্গালী অধ্যুসিত গ্লেনফিল্ডে এই অাসর আয়োজন করে আমরা বাংলা ও বাঙ্গালীদের আরো কাছাকাছি যেতে চাই।” তিনি শনিবারের এই সন্ধ্যায় সকলকে অংশগ্রহণের জন্য আহবান করেন। অনুষ্ঠানে প্রবেশ মূল্য মাত্র ১০ ডলার। এছাড়া স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে।
প্রতীতির কর্ণধার সিরাজুস সালেকীন