
শুধু তুমি
কতটুকু জিতে গেলে তুমি
আমাকে হারিয়ে দিয়ে!
এক জীবনে আর কত জিততে চাও!
জিতেছ আমার মন আমার অন্তর
পুরনো সব স্মৃতি, আমার যৌবন
রাতের ঘুমটুকুও নিয়েছ জিতে।
যা কিছু আমার বলে বাহু উঁচিছি এতদিন
আজ সেগুলোও নিমিষেই জিতেছ তুমি
আমার স্বপ্নের দেওয়াল, মনের উচ্ছ্বাস
আমার ছেলেবেলা, মাঠ দৌড়ে আকাশ ছোঁয়া
আমার কথার গাঁথুনী
প্রতিক্ষায় পাওয়া শান্ত ভোর
আক্ষেপবিহীন প্রতিটি নি:শ্বাস
আমার না বলা কথা, সমস্ত শংকাহীন আগামী
সব, সব কিছুই আজ তোমার ।
আমি আজ শুধু নি:স্ব প্রাণ এক ।
সম্পদ বলতে যা আছে আমার
একান্ত আমারই, তা কেবলি তুমি শুধু তুমি।
ছুঁয়ে দিলে
একটুখানি ছুঁয়ে দিলেই
ভরে যায় মন।
তবুও কিসের যেন লুকোচুরি
এ যেন আলো আর আঁধারের
চুপি চুপি নির্বাসন।
অপেক্ষমাণ স্বপ্নের
ক্লান্ত হয়ে ফিরে আসা,
প্রতিদিন রাত জেগে
দূরে আরো বহু দূরে
তাঁরাদের যেন ছুটে চলা।
না পাওয়ার যত সব আক্ষেপ
মিলন মেলার কোল ঘেসে দাঁড়াতেই
জানান দেয় মন
এ বুঝি পাওয়ার চেয়ে
সবটুকুই হারানোর উৎসব।
ছুঁয়ে দিলে ভরে যেত মন
ছুঁয়ে দিলে সব চলত ঠিকঠাক
ছুঁয়ে দিলে আমৃত্যু বেঁচে যেত মন।
বাঁচবো তোমাতে
সিঁদুর ছুঁয়ে দিলে যদি
মঙ্গল হয় তোমার
আমি সেই সিঁদুর হবো।
মঙ্গলে ভরে যাবে তোমার তনু মন।
শাখা যদি বন্ধন রাখে আজীবন
আমি সেই শাখা হবো।
তোমার নীল শাড়ীর নতুন ঘ্রাণ
আমাকে উন্মাদ করে তুলবে আরো।
বেপরোয়া আমি
তোমাতেই স্থির হবো
আমি ক্ষণজন্মা নই বাঁচবো তোমাতে
আজ কাল পরশু।
১১/১১/২০১৯
সিডনি
অলংকরণ: আসমা সুলতানা মিতা