প্রশান্তিকা ডেস্কঃ পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) প্রথমবারের মতো পুরস্কার দিতে যাচ্ছে প্রাণীপ্রেমীদের। বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান সেই পুরস্কার পেতে যাচ্ছেন।
বণিকবার্তা জানায়, সোমবার বিশ্ব পশু দিবসে ‘প্রাণবিক বন্ধু’ নামের ওই পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, তাদের নাম ঘোষণা করে পাও। সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১০ ক্যাটাগরিতে নাম উপস্থাপন করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো এমন আয়োজন হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী নভেম্বরে দেয়া হবে এ পুরস্কার। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশুকল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার।’
অভিনেত্রী হিসেবে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও জনপ্রিয় জয়া আহসান। তিনি পুরস্কার পাচ্ছেন ভিন্ন একটি বিষয়ে। জয়া জানান, বিষয়টি তার জন্য বেশ গর্বের। তিনি বলেন, ‘প্রাণীকে ভালোবাসার কারণে পুরস্কৃত করা হচ্ছে আমাকে, এর চেয়ে আমার কাছে আনন্দ লাগছে এ উদ্যোগের জন্য। যারা এমন আয়োজন করছেন তাদের প্রতি আমার ভালোবাসা।’ এমন আয়োজন আগামীতে প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। জয়া আরো বলেন, ‘আমি কোনো দিন কিছু পাওয়ার জন্য পশু-পাখিদের নিয়ে কাজ করিনি; যা করেছি নিজের আনন্দ আর ভেতরের টান থেকে। ধন্যবাদ জানাই সংগঠন-সংশ্লিষ্টদের। তাদের এ উদ্যোগ অব্যাহত থাক।’

নতুন সিনেমা ‘ওসিডি’র ডাবিং করতে কলকাতায় আছেন জয়া আহসান। একবছর আগে সিনেমাটির শুটিং শুরু হলেও করোনার কারণে ডাবিং করা হয়নি। ওসিডিতে শ্বেতা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কলকাতায় সিনেমার ডাবিং ছাড়াও পূজার কিছু কাজ করবেন তিনি। এছবিতে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার ধূসর অতীত রয়েছে। সেই জীবন এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করে সে। এরপর তার পথের কাঁটাদেরও ধীরে ধীরে সরিয়ে ফেলতে উদ্যত হয় সে। এছাড়া নতুন একটি সিনেমার চুক্তি নিয়ে কথাও বলবেন তিনি। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ বিনিসুতোয় ‘। ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। এতে জয়ার সহ-অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। চলচ্চিত্রটির কাজ ২০১৯ সালে শেষ হয়েছিল। এই ছবিটি করোনার মধ্যেও সিনেমা হলে মুক্তি দেয়া হয়। ছবিটি ব্যবসাসফল হয়েছে।
