প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত

  
    
করোনা সংক্রমন এড়াতে সম্প্রতি হ্যান্ডশেকের পরিবর্তে হাতজোড় করে নমস্কার জানাতেন প্রিন্স চার্লস।

প্রশান্তিকা ডেস্ক: ব্রিটেনের প্রিন্স চার্লস করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। রাজপ্রাসাদের এক মুখপাত্রের বরাদ দিয়ে বিবিসি জানায়, প্রিন্স চার্লসের শরীরে করোনার উপসর্গ পাওয়ায় টেস্ট করা হয় এবং টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। তবে ৭১ বছর বয়স্ক প্রিন্স চার্লস সুস্থ রয়েছেন। তার ৭২ বছর বয়সী স্ত্রী ডাসেস অব কর্নওয়াল ক্যামিলিয়ার টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রাসাদে তারা দু’জনেই সেল্ফ আইসোলেশনে রয়েছেন।

বাকিংহাম প্রাসাদ সূত্রে জানা গেছে, রানীর সাথে শেষ ১২ ই মার্চে প্রিন্স চার্লস’র সাক্ষাৎ হয়েছিলো। সেসময় তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। প্রিন্সের কার সাথে দেখা হওয়ার কারনে ভাইরাসটির সংক্রমিত হয়েছে সে বিষয়ে জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে তিনি যেসব মিটিং বা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেসব খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি মিটিং গুলোতে করোনা সংক্রমন এড়াতে প্রিন্স চার্লস অতিথিদের সাথে হ্যান্ডসেক না করে ভারতীয়দের স্টাইলে নমস্কার জানাতেন।

চার্লস ও ক্যামিলিয়া গত রোববার স্কচল্যান্ডে পৌঁছান। অসুস্থ বোধ করায় সোমবার তাদের টেস্ট করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments