এতদ্বারা সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গত ২৯ অক্টোবর ২০১৮-এ অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সভা অনুষ্ঠিত হয়। গত ২২শে সেপ্টেম্বরে বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস-এর বার্ষিক অনুষ্ঠানে উক্ত সংগঠনের সাধারন সম্পাদক কর্ত্তৃক নিগৃহীত হন প্রখ্যাত সাংবাদিক, এসবিএস বাংলার কর্ণধার সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফীন।
সংগঠনের ৩১ বছরের ইতিহাসে এহেন লজ্জাজনক ঘটনায় সমগ্র সাংবাদিক ও সুশীল সমাজ ক্ষোভে ফেটে পড়েন এবং এর বিহিত দাবী করেন। এরই পরিপ্রেক্ষিতে এই সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এসোসিয়েশনে সভাপতি জনাব মাহবুব একটি উত্তর পাঠিয়েছিলেন, সেটাও সভায় আলোচনা হয়। উক্ত আলোচনার প্রেক্ষিতে নিম্নোক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছেঃ
১। জনাব মাহবুব সাহেব কোনো অফিসিয়াল প্যাডে তার বক্তব্য দেন নি।
২। এসোসিয়েশনের কোনো মিটিং ব্যতিরেকেই কেবল মাত্র ব্যক্তি ইচ্ছায় এই উত্তর পাঠানো হয়েছে বলে সাংবাদিক মহলে তদন্তে প্রমানিত হয়েছে।
৩। সভাপতি সমস্যা এড্রেস না করে অভিযুক্ত ব্যক্তিকে নগ্নভাবে সমর্থন করেছেন এবং পাল্টা সাংবাদিক সমাজকে দোষারোপ করেছেন।
ফলে, উক্ত সভাপতির বক্তব্যকে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব গ্রহণ করছে না এবং সংগঠনের পুর্বোবর্তি সিদ্ধান্ত মোতাবেক সমস্যার গ্রহনযোগ্য সমাধান না হওয়া পর্যন্ত উক্ত সংগঠনের সব খবর বয়কট করার সিদ্ধান্তে অবিচল রইলো।
সিডনি মিডিয়া ও প্রেস কাউন্সিল-এর সাধারন সম্পাদক তার সংগঠনের পক্ষ্য থেকে এই সিদ্ধান্তের সাথে সহমত ও ঐক্যমত পোষণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তি।