নিখোঁজ সংবাদ
অনিমেষ, আমি এখনও তোমায় খুঁজি জানো?
ভীষণ তেঁতে ওঠা দুপুরে তোমার তৃষ্ণা পায়;
কাঁচের বোতলের গায়ে জমা জলের মতন
হৃদয় তোমার স্পর্শে শীতল হতে চায়
অন্তর্জালে নীল সাদা জগতে
যে হাসিমুখে ছবি দ্যায় ;
তার মুখ আমার কাছে অচেনা
গৃহী পুরুষের মাপা হাসি তার ঠোঁটে
আমি আবার পথে নামি জানো?
পিচঢালা তাঁতানো পথ আমায় আবার কাছে টানে,
আঁচলে মুছি ঠোঁট
আজন্ম তৃষ্ণা বুকে নিয়ে;
আমি মানুষের ভীড়ে তোমায় খুঁজি
তোমার সেই বোহেমিয়ান হাসিমুখ
দিন শেষে ফিরি চিরচেনা ঘরে, স্মৃতির অতলে দেই ডুব
বেহায়া শব্দের তুলিতে আঁকতে হয় চিরচেনা রূপ।
ফাঁকি
ভালোবাসায় আজকাল প্রাইস ট্যাগ লেগে গেছে!
উর্দ্ধগতির বাজারে কেউ এখনো
মুদ্রাস্ফীতির হিসেব কষেনি সেই ঢের।
ভ্যালেন্টাইন ডে’তে দাম ওঠে বেশ
ক্যান্ডেল লাইট ডিনার, টেডি আর ফুল;
বিয়ে বার্ষিকীতে সুগন্ধি
আর হীরের নাকফুল
তবু ভালো কিশোরী বেলার সেই কদম ফুলের
দাম চায়নি কেউ ফেরত,
খাতার ভাঁজের সেই চ্যাপ্টা ম্যাপেল পাতা
তার মূল্য শুধুই স্মৃতির পরত।
অলংকরণঃ আসমা সুলতানা মিতা
ফারহানা সিনথিয়া
লেখক ও সঞ্চালক
কানাডা।