ফিটনেস পরীক্ষায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে সাকিব

  
    
ছবি সূত্রঃ bdcrictime
ছবি সূত্রঃ bdcrictime

বঙ্গবন্ধু টিটোয়েন্টি টোয়েন্টি কাপ সামনে রেখে চলমান ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে এক বছর পর ফিরে আসা সাকিব বিপ টেস্টে ১৩.৭ পয়েন্ট তুলেছেন। যা গত তিনদিন ধরে চলমান ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর।

গত ৯ই নভেম্বর থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা ক্রিকেটার ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটাররা ছাড়া মোট ১১৩ জন ক্রিকেটারকে রাখা হয়েছে ফিটনেস টেস্টের তালিকায়।

ফিটনেস পরীক্ষার শেষে সাকিব আল হাসান। ছবি সূত্রঃ bdcrictime

গত ২৯শে অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের বিপ টেস্ট ছিল ৯ই নভেম্বর প্রথম দিনই। কিন্তু লম্বা বিরতির পর ফিরে আসা সাকিব ট্রেনারের সাথে পরামর্শ করে পিছিয়ে নেন সময়।আজ বুধবার সকাল ১০ টায় মিরপুর ইনডোরে বিপ টেস্টে অংশ নেন টাইগার অলরাউন্ডার। ফিটনেস টেস্টের তৃতীয় দেন এসে সাকিব ছাড়িয়ে গেছেন সবাইকে।

প্রথম দিন নিহাদুজ্জামান তোলেন সর্বোচ্চ ১৩.৪। একই দিন ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি তোলেন ১৩। গতকাল দ্বিতীয় দিন বিপ টেস্টে পেসার মেহেদী হাসান তোলেন ১৩.৬। যা সাকিব বিপ টেস্ট দেওয়ার আগে সর্বোচ্চ স্কোর ছিল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments