ফের নতুন করে বিস্ফোরণে কেঁপে উঠলো কলম্বো !

  
    
ফের বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। রবিবারের হত্যালীলার পর বৃহস্পতিবার সকালেই ফের বিস্ফোরণের ঘটনা ঘটল কলম্বো থেকে ৪০ কিমি দূরে অবস্থিত পুগোডা টাউনে ৷ এ বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে স্থানীয় পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।
আপাতত গোটা এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশে আরও কোথায় বিস্ফোরক রয়েছে কি না। বিস্ফোরকটি কী ধরনের ছিল সেটা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে, গত রবিবার শ্রীলঙ্কার চার্চ ও হোটেলে সন্ত্রাসী হামলায় ৩৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও ৫০০ জন। দেশটির সরকার জানিয়েছে হামলাকারীরা সবাই শ্রীলঙ্কান নাগরিক। এ হামলার দায় শিকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments