[ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষ স্ট্যাটাস দিচ্ছেন। দিনশেষে সেসব আবার হারিয়ে গিয়ে স্থান পাচ্ছে নতুন বিষয়। প্রশান্তিকার এই বিভাগে প্রতি সপ্তাহে থাকছে নির্বাচিত সেই স্ট্যাটাস। এই বিভাগে লেখা কোনরকম সম্পাদনা ছাড়াই হুবহু প্রকাশিত হবে।]
ভান গো এক্সিবিটে গিয়েছিলাম, সেই ভিডিও আপলোড দিতে নানা টালবাহানা করলো ফেইসবুক কারণ, এদিথ পিয়াফের গান ছিলো সেই প্রেজেন্টেশনে। কপি রাইটের অজুহাতে ফেইসবুক আমার ভিডিওটা মিউট করে পোস্ট করলো, এবং অবশেষে কি করলো বুঝলাম না……………..!!!
কিন্তু ফেইসবুকের যে কাজটা করা উচিত ছিলো সেটা সে করেনি। সেটা হলো এক অসহায় নারীর ভিডিও যখন অসংবেদনশীল মানুষগুলো আপলোড দিলো, তখন সেটাকে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন বলে আটকে দেয়নি। দেয়া উচিত ছিলো আর যারা এই ভিডিও পোস্ট দিচ্ছেন তারা একবার ভাবলেন না অসহায় মহিলাটির কত ক্ষতি হলো! আমাদের মাঝে সংবেদনশীলতা যত দিন আসছে না তত দিন বিবেক জাগ্রত হবে না। আর না হলে কোনো অপরাধ কমবে না।
আসমা সুলতানা : ভিজ্যুয়াল আর্টিষ্ট, কবি, অনুবাদক, সমালোচক। চিত্রকলা, শিল্পকলা এবং শিল্পকলার ইতিহাসে প্রশিক্ষণ নিয়েছেন ঢাকা, লন্ডন ও টরোন্টোতে। বাস করছেন টরোন্টোয়।