ফেসবুক লাইভে আবৃত্তি কর্মশালা, শুরু হচ্ছে ২২ মে

  
    

প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় এবং নন্দিত আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম পরিচালিত আবৃত্তি কর্মশালার নতুন সিরিজ ‘বাচিক কর্মশালা ৭’ শুরু হচ্ছে ২২ শে মে শনিবার। নতুন কর্মশালায় যোগদানের জন্য সদস্য আহবান করা হচ্ছে। আবৃত্তিমেলা আয়োজিত এই কর্মশালাটি ফেসবুক লাইভের মাধ্যমে সঞ্চালনা করা হয়।

প্রশিক্ষক আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম বলেন, প্রতিটি কর্মশালায় ১৬টি ক্লাস এবং ৭টি টিউটোরিয়াল সম্পন্ন করা হয়। এতে শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা সহ আবৃত্তির খুঁটিনাটি সকল বিষয়ের প্রশিক্ষণ দেয়া হয়। তিনি আরও বলেন, আগের ৬টি কর্মশালায় সিডনি, মেলবোর্ন সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে অনেকেই যুক্ত হয়েছেন। তারা ইতোমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে শুদ্ধ ও সুন্দর আবৃত্তি করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করছেন। নতুন কর্মশালায় আরও অনেকে প্রবাসী যুক্ত হবেন বলে তিনি প্রত্যাশা করেন।

উল্লেখ্য, কর্মশালাটির ক্লাস প্রতি শনিবার ও রবিবার বাংলাদেশী সময় রাত সাড়ে ৮টায় নেয়া হয়। আগ্রহীরা পোস্টারে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments