প্রশান্তিকা ডেস্ক : বগুড়া সমিতি অস্ট্রেলিয়ার উদ্যোগে বগুড়া জেলার নদী বিধৌত অঞ্চল সারিয়াকান্দিতে ত্রাণ বিতরণ করা হয়েছে। দূর-দূরান্তের গ্রাম থেকে শত শত বন্যাক্রান্ত মানুষ সারিয়াকান্দি পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে ত্রাণ সংগ্রহ করেন। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল ত্রাণ বিতরণ উপলক্ষে সিডনি থেকে বগুড়ায় যান এবং ত্রাণ কার্যের সার্বিক তদারকি করেন।

এনায়েতুর রহিম বেলাল প্রশান্তিকাকে জানান, গত ২০ জুলাই উপজেলার পাঁচ শতাধিক দুঃস্থ্ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়। প্রতিটা ত্রানের ব্যাগে ছিল-চাল-২ কেজি, বুটের ডাল- আধা কেজি, আটা -১ কেজি, লবণ-১ কেজি, চিড়া- আধা কেজি, চিনি- আধা কেজি এবং নাবিস্কো বিস্কুট ২৫০ গ্রামের প্যাকেট ।
ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম মন্টু, সভাপতি, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান, সারিয়াকান্দি উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি ছিলেন জনাব মতিউর রহমান মতি, মেয়র সারিয়াকান্দি পৌরসভা, বগুড়া। এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক সারিয়াকান্দি উপজেলা যুবলীগ জনাব ইউনুছ আলী সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর মেয়র মতিয়ার রহমান ( মতি), সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম (মন্টু), প্রাক্তন সামরিক অফিসার বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ আতাউর রহিম (দুলাল ) ,বগুড়া সমিতি অস্ট্রেলিয়ার সহ-সভাপতিঃ ডাক্তার জাকির হাসান, সমিতির মহিলা বিষয়ক সম্পাদক মাসুমা জাকির (বুলা ) সমিতির সাংকৃতিক সম্পাদক নাসিমা ইসলাম ( নাজু ), সমিতির ক্রীড়া সম্পাদক এস,এম, মাজেদুল হক (তরিক), সমিতির কার্য পরিষদ সদস্য রেজিনা আক্তার রহিম ( ফেন্সী ) এবং আক্তারউজ্জামান ( প্রিন্স )।

অনেকের মাঝে আরোও উপস্হিত ছিলেন বগুড়া মানসিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আকতারুজ্জামান সরকার ( মিন্টু), প্রাক্তন ক্রিকেট খেলোয়ার ওহিদুল ইসলাম, ডাঃ রেজাউল করিম (ডাবু), মেজবাউল মাসুদ (রতন ) ,শাহ্ জুলফিকার রহমান ( রিফা), শুনু দাস ও সাধন দাস প্রমুখ।

উল্লেখ্য, বগুড়া সমিতি অস্ট্রেলিয়া প্রায় প্রতি বছর বন্যা কিংবা অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে মানুষের সাহায্যে এগিয়ে আসে। ভবিষ্যতেও মানুষের সঙ্গেই থাকবে বলে এনায়েতুর রহিম বেলাল জানান। বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠস্থ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সোনালী অতীত ফুটবল ক্লাব আরেকটি অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কৃতি ক্রীড়াবিদ এনায়েতুর রহিম বেলালকে বিশেষ সংবর্ধনা প্রদান করে। এসময় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আখতার হোসেন হিরু।