প্রশান্তিকা ডেস্ক: আগামী ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বগুড়া সমিতির বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশ ভোজ আয়োজিত হবে। লাকেম্বার সিনিয়র সিটিজেন সেন্টারে শনিবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হবে।
সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি বগুড়া সমিতির সদস্য ও তাদের পরিবারের জন্য উম্মুক্ত হলেও অস্ট্রেলিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশী অংশ নিতে পারবেন। প্রবেশমূল্য রাতের খাবারসহ জনপ্রতি ২৫ ডলার ধার্য্য করা হয়েছে। তবে ১০ বছরের নীচের শিশুদের জন্য কোন প্রবেশমুল্য লাগবেনা।
সমিতির সভাপতি এনায়েতুর রহিম বেলাল ও সাধারণ সম্পাদক নির্মাল্য তালুকদার নান্টু সমিতির সদস্য, আমন্ত্রিত অতিথি ও আগ্রহী সকল বাংলাদেশী ভাই বোনকে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নিতে আহবান জানিয়েছেন। আগ্রহীদের পোস্টারে দেয়া ব্যক্তিদের নাম্বার অথবা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, সিডনিতে বগুড়া সমিতি বগুড়ার নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে অনুষ্ঠান করে থাকে। তাদের বিশেষ শ্লোগান ‘হামরা বগুড়ার ছোল’ প্রবাসেও শোনা যায়। সমিতিটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত।