বগুড়া সমিতি অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত । গুণীজন সম্বর্ধনা । বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

  
    
প্রশান্তিকা ডেস্ক : সিডনিতে বৃহৎ একটি সংগঠন বগুড়া সমিতি অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহীম বেলালের সভাপতিত্বে সাধারণ সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সলিসিটর এন্ড ব‍্যারিস্টার নির্মাল‍্য তালুকদার নান্টু।
.
সমিতির সাধারণ সভায় উপস্থিত সদস্যরা সমিতির কার্যক্রম নিয়ে আলোচনা করেন। কোভিড সময়ে বিভিন্ন দূর্গতদের সহযোগিতা এবং বন‍্যাদূর্গতদের সাহায্যে সমিতির সদস্যদের অনুদানের ভূয়সী প্রশংসা করেছেন।
সভাপতি তার বক্তব্যে সমিতির সকল সদস্যদের সহযোগিতার জন্য সাধুবাদ জানিয়েছেন এবং আশা ব‍্যক্ত করেছেন যে, আঞ্চলিক ভাবে প্রবাসীরা নিজ নিজ অঞ্চলের মানুষের জন্য  সহযোগিতার হাত বাড়ালে, সারাদেশের মানুষ উপকৃত হবে।
সাধারণ সভায় সদস্যরা সর্বসম্মতিতে বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহীম বেলাল কে সভাপতি এবং নির্মাল‍্য তালুকদার নান্টুকে সাধারণ সম্পাদক হিসাবে পুনঃনির্বাচিত করে আগামী ২০২২-২০২৪ সালের জন্য নতুন কমিটি গঠন করেন।
সভাপতি : এনায়েতুর রহীম বেলাল।
সহসভাপতি : ডা. জাকির হাসান।
সাধারণ সম্পাদক : নির্মাল‍্য তালুকদার নান্টু।
সহসাধারন সম্পাদক : আহমেদুল হক বাকের।
কোষাদক্ষ: মোতাচ্ছিম বিল্লা।
সাংগঠনিক সম্পাদক : রাকিব ফেরদৌস।
প্রচার ও প্রকাশনা সম্পাদক : তৈমূর রহমান লেমন।
সাংস্কৃতিক সম্পাদক : নাছিমা আক্তার নাজু।
ক্রীড়া সম্পাদক : মাজেদুল হক তরিক।
কার্যনির্বাহী সদস্য : রেজিনা রহীম ফেন্সি, মাসুমা জাকির বুলা, শাহ আব্দুল মতিন পপ্লু, সোহেল ইকবাল, রাজেনুল আলম রাজিব, আকতারুল ইসলাম প্রিন্স।
নতুন কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে তিনজন উপদেষ্টা নির্বাচন করেন।
সম্মানিত উপদেষ্টাগন:
জনাব লুতফুর রহমান।
প্রফেসর ড. রফিকুল ইসলাম
জনাব সাইফুল ইসলাম।
উপস্থিত সদস্যরা নতুন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান এবং নতুন উদ্দ‍্যমে সমিতির আগামী কার্যক্রম সমূহ সফল করার সহযোগিতার আশ্বাস দেন।
.
বগুড়ার গুণীজন সংবর্ধনা : 
গত ১০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় ভ্রমণে আসা বগুড়া’র বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ড. আক্তারুজ্জামান সরকার (মিন্টু) ও উনার সহধরর্মীনি নূর জাহান ল্যাকাম্বার ধানসিঁড়ি রেস্টুরেন্টে বগুড়া সমিতি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন । মিন্টুকে সন্মাননা স্মারক ও দম্পতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক নৈশ ভোজ :
আগামী ১২ নভেম্বর শনিবার সন্ধ্যায় লাকেম্বার সিনিয়র সিটিজেন হলে সমিতির বার্ষিক সাংস্কৃতিক ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি প্রবাসী সকল বাংলাদেশীদের জন্য উম্মুক্ত। এজন্য রাতের খাবারসহ প্রবেশমুল্য ধরা হয়েছে ২৫ ডলার। ১০ বছরের শিশুদের জন্য ফ্রি। আগ্রহীরা পোস্টারে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
সংবাদ বিজ্ঞপ্তি। 
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments