প্রশান্তিকা ডেস্ক: আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা ১৭ মার্চের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে প্যারাম্যাট্টায় অবস্থিত ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আইনজীবী মো: সিরাজুল হক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পিএস চুন্নু। বক্তারা বাংলাদেশ নির্মাণে বঙ্গবন্ধুর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনায় সংগঠনের সভাপতি আইনজীবী সিরাজুল হক বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্তা, একটিথেকে অন্যটি পৃথক করা যাবেনা। বঙ্গবন্ধু বাংলাদেশ এনে দিয়ে গেছেন। তাঁর কন্যা আজ লড়ছেন মুক্তি সংগ্রামকেসাফল্য মন্ডিত করার লক্ষ্যে।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মেহেদী হাসান, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার তিন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি, আব্দুল খান রতন এবং দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিল্টন আহমেদ এবং আশরাফুল লাবু, কোষাধ্যক্ষ হারুন উর রশিদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন দেওয়ান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এম এ সালাম। সিডনি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কষ্টা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহিদ হোসেন এবং জুয়েল হাওলাদার, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক বিলকিস জাহান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা খান সাথী, প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি।