বাংলাদেশ প্রতিনিধি : ফুটবলে শক্তিশালী নেপালকে হারিয়ে সাফ শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবলাররা।গতকাল সোমবার বিকেলে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে পরাজিত করে বাংলাদেশের নারী ফুটবলাররা।

প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা আসছে বাংলাদেশের ঘরে। গতকালের খেলাত শামসুন্নাহার করেছেন প্রথম গোল। পরের দুটি কৃষ্ণা রানী সরকারের। ২–০ হওয়ার পর নেপালের গোলটি করেন অনিতা বাসনেত।
বাংলাদেশের মেয়েদের প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক সাবিনা খাতুন। টুর্নামেন্টে ৮ গোল করে তিনিই সর্বোচ্চ গোলাদাতা। তবে এর চেয়েও বড় স্বীকৃতিটা আদায় করে নিয়েছেন সাবিনা। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। টুর্নামেন্টে সেরা গোলকিপার বাংলাদেশের রুপনা চাকমা।

ফাইনালের আগপর্যন্ত সাবিনা করেছেন ৮ গোল। যার মধ্যে দুটি হ্যাটট্রিক। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জয়ে সাবিনার দুই গোল। পাকিস্তানের বিপক্ষে দলের ৬-০ গোলে জয়ে সাবিনার তিন গোল। ভারতের বিপক্ষে ৩-০ গোলে জয়ে সাবিনা গোল পাননি। সেদিন দুই গোল করেন স্বপ্না। সেমিফাইনালে বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দেয় ভুটানকে। সাবিনা হ্যাটট্রিক করেন সেদিনও।
দল হিসেবে এবার বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। তার মধ্যেই সাবিনা ছিলেন আলাদা। ঢাকা ছাড়ার আগে বলেছিলেন, শিরোপা নিয়ে ফিরতে পারলে নিজেকে সুখী ভাববেন। আজ সত্যিই নিজেকে সুখী ভাবার দিন সাবিনার। তাঁর নেতৃত্বেই বাংলাদেশের মেয়েরা হিমালয় জয় করে ফিরছেন দেশে।

উল্লেখ্য, ফিফা ranking এ বাংলাদেশের অবস্থান ১৪৭ আর নেপালের ১০২। বাংলাদেশ ৪৫ ধাপ নিচে থেকেও শক্তিশালী নেপালকে হারিয়ে দিয়েছে। এর আগে বাংলাদেশ–নেপাল ৮ বারের সাক্ষাতে ৬ বার জয় নেপালের। ২ বার ড্র হয়।