বাংলাদেশে করোনায় মৃত্যু ১৭, শনাক্ত ১৬৪ জন

  
    

প্রশান্তিকা ডেস্ক: বাংলাদেশে হু হু করে বাড়ছে করোনা মৃত্যু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু এ নতুন করে ৪১ জনের শনাক্তের খবর পাওয়া গেছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

ঢাকার একটি হাসপাতালে করোনা পরিস্থিতি এবং শনাক্তকরণ।

আজ মঙ্গলবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর এই তথ্য জানায়। মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ডা. মীরজাদী ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। দেশে এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।

নতুন শনাক্তদের মধ্যে ২০ জন ঢাকার এবং ১৫ জনই নারায়নগঞ্জের বাসিন্দা। স্পেন থেকে আমাদের সংবাদদাতা জানান, সেখানে আরও এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট ৩ জন বাংলাদেশীর মৃত্যু হলো।

বিশ্বে এপর্যন্ত সাড়ে ১৩ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা প্রায় ৭৩ হাজার। যুক্তরাষ্ট্রে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে, ইতালি ১৬ হাজার ৫২৩, স্পেন ১৩ হাজার ৩৪১।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments