প্রশান্তিকা ডেস্কঃ বেঙ্গলি সোসাইটি অফ মেলবোর্ন (বিএসএম) মেলবোর্নে অবস্থিত একটি অলাভজনক প্রতিষ্ঠান যা বাঙালি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিএসএম বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছে যে এই ঘটনায় বেশ কয়েকজনের দুঃখজনক মৃত্যু এবং অনেক মন্দির, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানাই।
একই সঙ্গে বিএসএম এই সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছে। সর্বশেষে আমরা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের নিকট সনির্বন্ধ অনুরোধ করছি এবং ভূক্তভোগীদের মানবিক সহায়তা প্রদানের জন্য আকুল আবেদন জানাচ্ছি।
লিখেছেনঃ শুভাগত সাহা, সাধারণ সম্পাদক, বিএসএম।
প্রেস বিজ্ঞপ্তি।