অবিরত বৃষ্টির কারণে পরিত্যক্তই হয়ে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ব্রিস্টলে এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরুর কথা ছিল। কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় টসই করা সম্ভব হয়নি।
ম্যাচ শুরুর আগের দিনই ব্রিস্টলের আবহাওয়া বুলেটিনে জানিয়ে দেওয়া হয়েছিল বৃষ্টি বাধায় পড়তে পারে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। কাজেই খেলার পয়েন্ট দুই দলের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে।
পয়েন্ট ভাগাভাগির কারণে টাইগারদের জন্য ম্যাচ হারার মতোই হলো ব্যাপারটা। কারণ তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের জন্য আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিলনা। টাইগারদের সেমিফাইনালে খেলা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে গেল।