বাংলা খেয়াল অনুষ্ঠানে গাইবেন শিল্পী আলমগীর পারভেজ

  
    

প্রশান্তিকা ডেস্ক : বাংলাদেশের সমসাময়িক শিল্পীদের মধ্যে অন্যতম নন্দিত শিল্পী আলমগীর পারভেজ সুমন। চিরদিনের বাংলা গান, ধ্রুপদী, গজল, নজরুল সঙ্গীত এমনকি রবীন্দ্রসঙ্গীতেও আলমগীর পারভেজ তাঁর গায়কীতে অপরূপ আবহ সৃষ্টি করেন। আলমগীর পারভেজ আগামী ২৬ শে নভেম্বর শুক্রবার বাংলা খেয়াল অনুষ্ঠানে গাইবেন।

সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের সৃষ্ট বাংলা ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল গাইবেন শিল্পী আলমগীর পারভেজ। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮ টায় ‘সংস্কৃতি কেন্দ্র’ এর ফেসবুক পেইজ (facebook: CECPA.culturalcentre) ও ইউটিউব থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ড. রুমানা আজাদ।

প্রয়াত সংগীতজ্ঞ আজাদ রহমান এর নিজের প্রতিষ্ঠান  ‘সংস্কৃতি কেন্দ্র’ (Centre for Education, Creative and Performing Arts) বাংলা খেয়ালের প্রচার ও প্রসারের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি মাসের শেষ শুক্রবার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘বাংলা খেয়াল – ধ্রুপদী সঙ্গীতজ্ঞ আজাদ রহমান’ আয়োজন করা হয়।
বাংলায় উচ্চাঙ্গ সঙ্গীতের বন্দিশ রচনা ও প্রচার-প্রসারে সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের অবদান সর্বজন স্বীকৃত। এই প্রথিতযশা সংগীত সাধক গত ৫৫ বছর ধরে যে সাধনা করে গেছেন তাতে উচ্চাঙ্গসংগীতের এক বিশাল ভাণ্ডার তৈরি হয়েছে। আগ্রহী দর্শকদের পৃথিবীর যে কোন প্রান্ত থেকে বাংলা খেয়ালের অনুষ্ঠান উপভোগ করতে ‘সংস্কৃতি কেন্দ্র’ এর ইউটিউব ও ফেসবুক পেইজ (facebook: CECPA.culturalcentre) এ যুক্ত হতে হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments