প্রশান্তিকা ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে শুভমুক্তি হচ্ছে বছরের আলোচিত আরেকটি সিনেমা ‘বিউটি সার্কাস’। আগামী ৯ অক্টোবর রোববার ব্যাংকস্টাউনের হয়টস সিনেমা হলে ছবিটির প্রথম শো অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছবিটির পরিবেশক ও প্রদর্শনী আয়োজক পথ প্রোডাকশন্স ও দেশি ইভেন্টস্।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় জনপ্রিয় এবং নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমাটি একযোগে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, ক্যানবেরা, এডেলেইড, পার্থসহ বিভিন্ন শহরে দেখানো হবে। সিডনিতে প্রিমিয়ার শো ৯ অক্টোবর রোববার বিকেল ৩.৪০ টায়, মেলবোর্নে ২১ অক্টোবর রাত ৮টায়, এডেলেইড, ব্রিসবেন, পার্থ ও ক্যানবেরায় ১৬ অক্টোবর দেখানো হবে। অনলাইন টিকিট ও অন্যান্য তথ্যের জন্য দর্শকদের https://DeshiEvents.com.au এ ভিজিট করতে বলা হয়েছে।
মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস আবহমান বাংলার সার্কাস শিল্পকে ঘিরে এক রোমাঞ্চকর ঐতিহাসিক প্রতিশোধের গল্পের নাম। সার্কাসকন্যা বিউটির (জয়া আহসান) রহস্যজাগানিয়া এক লড়াই ও টিকে থাকার গল্প।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বহুল প্রতীক্ষিত ও আলোচিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ এ আরও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকির আহমেদ, শতাব্দী ওয়াদুদ, গাজি রাকায়েত, হুমায়ূন সাধু প্রমুখ।

২০১৪-১৫ অর্থবছরের সরকারের অনুদান পাওয়া সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি। ২০০ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে নওগাঁর সাপাহার গ্রামে চিত্রধারণের কাজ করেন পরিচালক। এ জন্য বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রামীণ মেলার আয়োজন করেন পরিচালক।
‘বিউটি সার্কাস’–এর মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাহমুদ দিদারের। ছবি প্রসঙ্গে পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘“বিউটি সার্কাস” ভরপুর বিনোদন ও প্রতিশোধের এক গল্প। সার্কাসকে কেন্দ্র করে এক সাহসী নারীর লড়াই। আমরা মনে করি, এ চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো।

অস্ট্রেলিয়ায় ছবিটি প্রদর্শনের মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে রয়েছে প্রশান্তিকা ও প্রভাত ফেরী।