আওয়ামী লীগ সভাপতিম লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন বর্জনের রাজনীতির মধ্য দিয়ে বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত শুরু করেছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কৃষক শ্রমিক পার্টি আয়োজিত ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, গণতন্ত্রে ভোট হতেই হবে। সত্তর সালের নির্বাচনও আওয়ামী লীগ বর্জন করেনি। বর্জন করলে হয়তো দেশ স্বাধীন হতো না।
সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকট বলরাম পোদ্দার, অরুন সরকার রানা, ফোরকান আলী হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
‘গণতন্ত্র এখন মৃত’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে রাশেদ খান মেনন বলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের গণতন্ত্র চৌদ্দ হাত মাটির নিচে নিয়ে গিয়েছিলেন। আপনারা নির্বাচন থেকে পালিয়ে যাবেন, ভোট বর্জন করবেন আবার বলবেন গণতন্ত্র মৃত।