বিজয়ী মানুষ । কে.এম. আব্দুস সালাম

  
    

এখন কবিতার সময় নয়
নয় কোনো আয়োজন সংগীতের
প্রিয় কোন সুর দূরে ঠেলে দিয়ে
পাশে দাঁড়াবার সময় এখন মানুষের ।

এখন বিভেদ বিচ্ছেদ ভুলে
হাত রাখা প্রয়োজন হাতে
ভালোবাসা শুধু মানুষের প্রতি
মমতা জড়ানো চোখ,
বিপন্ন বিষ্ময়ে।

ইতিহাস অপলক চেয়ে থাকে
স্থির, শুধু মানুষের দিকে
মানুষই বিজয়ী হবে একদিন
নির্ভীক মানুষের বেশে।

খুব কাছে ভোরের সূর্য
কেটে যাবে রাতের আঁধার
জীবনের বার্তা নিয়ে সকালের রোদ
সুপ্রভাত জানাবে আবার।

কে. এম. আব্দুস সালাম
সচিব, বাংলাদেশ সরকারের শ্রম ও জনশক্তি মন্ত্রনালয়। উত্তরবঙ্গের জনপদ সিরাজগঞ্জের তাড়াশে জন্ম তাঁর।
কবিতা বা গদ্য যতটুকু লিখেন, তারচেয়েও বেশি পড়তে ভালোবাসেন। গান শোনেন প্রচুর। মাঝে মাঝে কন্ঠে তুলে নেন আবহমান বাংলার গান। খুব সুশৃঙ্খল জীবন যাপন করলেও বোহেমিয়ান এক মানুষ চিন্তা ও চেতনায়। নিজের ভাষায় বলেন, “মাঝে মাঝে ঘুম হতে সকলের আগে জেগে নিজের সাথে গল্প করি। নিজেকে সময় দেয়ার চেষ্টা করি।”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments