বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ

  
    

প্রশান্তিকা ডেস্ক: বহুল আলোচিত এবং বিতর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। করোনাভাইরাস মহামারীর মধ্যে একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে তিনি পদ ছেড়েছেন বলে জানা গেছে।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই একের পর এক কেলেংকারীর অভিযোগে পদত্যাগ করলেন আবুল কালাম আজাদ

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারির খবর প্রকাশ পাওয়ায় সমালোচিত ছিলেন ডা. আবুল কালাম আজাদ। শুরুটা হয়েছিল চিকিৎসকদের নিম্ন মানের মাস্ক সরবরাহ দিয়ে। এরপর রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ফাঁস হওয়ার পর তোপের মুখে পড়েন মহাপরিচালক আজাদ।এক পর্যায়ে তিনি রিজেন্ট হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে অভিযোগ তুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিজেকে বিরোধে জড়ান।
২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদে ছিলেন তিনি। নতুন মহাপরিচালক হিসেবে কে আসছেন এখনো জানা যায়নি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments