প্রশান্তিকা ডেস্ক: প্রখ্যাত অভিনেত্রী, বিশিষ্ট নারী উদ্যোক্তা শমী কায়সার বিয়ে করেছেন। তাঁর বর রেজা আমিন সুমন পেশায় একজন ব্যবসায়ী।
ইত্তেফাক সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর পারিবারিক আয়োজনের মাধ্যেমেই এই বিয়ে হয়েছে।এসময় উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা।
উল্লেখ্য, এটি শমী কায়সারের তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক এবং জনপ্রিয় বক্তা মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর।
বর্তমান স্বামী রেজা আমিন সুমন বর্তমানে গ্রুপ ফোর দুবাইএর দায়িত্বে রয়েছেন। ব্যবসায়িক সূত্রেই দুজনার পরিচয় থেকে বন্ধুত্ব অতঃপর প্রনয়। রেজা আমিন সুমনের ২২ বছরের সংসারে কোনো সন্তান নেই। করোনাকালীন এই সময়ে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা তারা করতে চাননি।