বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা, বাদ পরেছে তাসকিন

  
    

মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোড (বিসিবি)।

থমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আবু জায়েদ রাহী। বাদ পড়েছেন তাসকিন আহমেদ। মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন টাইগাররা।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস। তবে দলে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের ১৫ জনই রয়েছেন এই দলে। সঙ্গে বাড়তি দুজন যোগ হয়েছেন। তারা হলেন-ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।

বিশ্বকাপের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments