আগামী ৩০ মে লন্ডনের কেনিংটন ওভালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের। আসরে অংশ্রগ্রহণের জন্য প্রস্তুতি চলছে টাইগারদের।
বিশ্বকাপে বাংলাদেশ কোন দলের সঙ্গে কবে খেলবে সেই তালিকা দেয়া হলো পাঠকদের জন্য।
আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজটি ছিলো বাংলাদেশের জন্য বিশ্বকাপের প্রস্তুতি। সেই প্রস্তুতিটা দারুণভাবেই কাজে লাগিয়েছে টাইগাররা। প্রথমবারের মতো বহুজাতিক কোনো টুর্নামেন্টের শিরোপা জিতে নিজেদের প্রমাণ করেছে তারা।
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ভারতের সাবেক খেলোয়াড় ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার বলেছেন, ‘বিশ্বকাপে ৫০ ওভারের টুর্নামেন্টে শুরুতে ৯ ম্যাচ পাবে বাংলাদেশ। এ বাধা টপকে নকআউট পর্বে উঠবে দলটি।’
পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে থেকে ইংল্যান্ড টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে টাইগাররা। সেরা দলের তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশের আগে রয়েছে ইংল্যান্ড আর ভারত।
পরিসংখ্যান আর বাস্তবতা যাইহোক না কেন, মাশরাফির শেষ বিশ্বকাপে দেশের জন্য ভিন্ন কিছুর প্রত্যাশা টাইগার সমর্থকদের।