পুরনো ঢাকায় নিহত দর্জি দোকানের কর্মী বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আটজন আসামীর মধ্যে ছয় জনকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়েছে হাইকোর্ট। আট জনই ছিল ছাত্রলীগের নেতাকর্মী। বাদবাকি দু’জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। নিম্ন আদালতে আটজনের প্রত্যেককেই এর আগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
গত ২০১২ সালের ৯ই ডিসেম্বর বিএনপির-নেতৃত্বাধীন ১৮-দলের অবরোধ কর্মসূচি চলার সময় ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে দিনে দুপুরে খুন করা হয় বিশ্বজিৎ দাসকে। তাকে নির্মমভাবে হত্যার দৃশ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। ওই হত্যার একবছর পর ঢাকার দ্রুত বিচার টাইব্যুনালে মামলার রায়ে ২১ জনের মধ্যে আট জনের মৃত্যুদণ্ড এবং ১৩ জনের যাবজ্জীবন সাজা দেয়া হয়েছিল।
যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রয়েছে তারা হলেন রফিকুল ইসলাম শাকিল এবং রাজন তালুকদার। সাজা কমিয়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন এবং মীর মো. নূরে আলম লিমনকে। সাইফুল ইসলাম এবং কাইয়ুম মিঞা টিপুকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেয়া হয়েছে।
সূত্র : বিবিসি বাংলা