প্রশান্তিকা ডেস্ক: দুবাইতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা গতকাল বাংলাদেশের জাতীয় পতাকার রঙ ধারন করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে শ্রদ্ধা জানিয়ে বিশালাকৃতির এই ভবন পুরোটাই লাল সবুজ রঙে শোভিত হয়। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টা ৪০ মিনিটে এই আলোক সজ্জা প্রদর্শন করা হয়। ২৫ সেকেন্ড স্থায়ী ছিল এই আলোক সজ্জা।
দুবাইতে কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এই ছবি দেন। পেজটিতে বলা হয়, এই প্রথমবারের মতো বুর্জ খলিফা ভবনে আমাদের গর্বের জাতীয় পতাকা প্রদর্শিত হলো। হাজার হাজার পর্যটক ও বাংলাদেশী এই দৃশ্য অবলোকন করেন। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হয়েছে লাল সবুজ পতাকার আদলে এই আলোক সজ্জা। এতে করে বিশ্বের বুকে বাংলাদেশ ও তার পতাকাকে সম্মানিত করা হলো।