বুনোফুল-ভাঁটি টগর । সিদ্দিক বকর

  
    

বুনোফুল-ভাঁটি টগর
সিদ্দিক বকর

আমি কবি নই কবি হওয়া সহজ কথা নয়
বড়শিতে শব্দ গেঁথে আধার ফেলে গভীর জলে
কবিতার খোঁজে, টোপ গিলে যে-ই আসে মহাশয়
সে’তো কবিতা নয় যাহা হয় নির্মাণ প্রকৌশলে ।

রাস্তার পাশে ঝোপঝাড়ে অবহেলায় অযতনে
ফোটে বুনোফুল- টগর,ভাঁটি,জারুল,পটপটি
সে’তো কবিতা কোরাসগাথা বয়ে যায় শব্দবনে
বহে সোনাদানা সুরলহরী লাবণ্যে লুটোপুটি ।

কবি এক সত্তার নাম নিরাকার আত্মঘুঙুর
অন্তর্গূঢ় নিবেশ যাহার সমক্ষে সুর সেতার
সৃষ্টির অন্তরজ্ঞ কলাবিন্দু তিনি যজ্ঞডুমুর
সকল তারের সমাহার তিনি ক্ষপণক বেতার ।

আমি কবি নই কবি হওয়া নয় সহজ কথা
যিনি কবি তিনি গৈবি অন্তর্যামী আত্মার পুশিদা।
জুন, ২০২০

মরমিয়া সংহিতা

কবি নির্বাণ আনন্দবৃক্ষরূপ জলবর্ষী মেঘ
গম্ভীর ধ্বনি দ্বারা স্বরিত মরমিয়া সংহিতা
আত্মলীন ওসগর্ভা সূরি আদুড় মনোহারিতা
ওয়াঁওয়াঁ ওঁ মহাকাব্য বহে মন্দানীল ভাবাবেগ ।
স্রষ্টা উতরোল, আনন্দে ভরে ওঠে মগ্ন ঝিনুক
রূপের ভিতর অরূপ সন্ধান উর্বরা উর্বশী
কবি ও প্রকৃতি একে একশা অন্তর্গূঢ় যশস্বী
চিত্ত চেতন নিমিত সুন্দর তব উড়ো ঔলুক।

মাটির কুম্ভে জল, ফোটে নদী,আদ্যরসে টম্বুর
স্বর্গ শতরঙে সাজে সাঁঝে কবি অরূপ উফশী
সৃষ্টি ও স্রষ্টা নিত্য ঢালজলধারা প্রাণ থেকে প্রাণে
ফোটে ফোটে নাচে মানব বাগানে চিত্তে বাজে সুর ।
অলুব্ধ ঔর্ব পৈখ ওহি’র টোকায় মত্ত পড়শী
সুর তোলে হেঁইও, ওঁয়াওঁয়া হেঁইও, সর্বপ্রাণে…..
জুলাই, ২০২০

অলংকরণ: আসমা সুলতানা 


সিদ্দিক বকর
: জন্ম-গাজিরচর,বাজিতপুর, কিশোরগঞ্জ।
বাস রায়েরবাগ, ঢাকায়।
পেশায় ব্যবসায়ী। সংস্কৃতি ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী।
লেখালেখি মাধ্যম- গল্প ও কবিতা
। প্রকাশিত গ্রন্থ- জীবন্মুক্ত বাতিঘর (গল্প)।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments