বৃষ্টিতে বন্ধ ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল

  
    

বৃষ্টির কারণে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ স্থগিত করেছে আম্পায়ার। রিজার্ভ ডে থাকায় বুধবার (১০ জুলাই) একই ভেন্যুতে পুনরায় খেলা হবে ম্যাচটি।

ওল্ড ট্র্যাফোর্ডের আকাশে সকাল থেকেই মেঘ ছিল। মেঘলা আবহাওয়ার মধ্যেই নির্বিঘ্নে খেলা চলছিল। তবে নিউজিল্যান্ডের ইনিংসের শেষভাগে বৃষ্টি শুরু হয়েছে। ৪৭তম ওভার চলাকালে বৃষ্টির কারণে খেলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা।

নিউ জিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলে। নিয়ম অনুযায়ী বুধবার রিজার্ভ ডেতে খেলা শুরু হবে এখান থেকেই।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৪৬.১ ওভারে ২১১/৫ (গাপটিল ১, নিকোলস ২৮, উইলিয়ামসন ৬৭, টেইলর ৬৭*, নিশাম ১২, ডি গ্র্যান্ডহোম ১৬, ল্যাথাম ৩*; ভুবনেশ্বর ৮.১-১-৩০-১, বুমরাহ ৮-১-২৫-১, পান্ডিয়া ১০-০-৫৫-১, জাদেজা ১০-০-৩৪-১, চেহেল ১০-০-৬৩-১)।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments