বৈশাখের পংক্তিমালা
কাজলরেখা
বদরুজ্জামান আলমগীর
আমাদের দু’চোখ আধ-খাওয়া বেদানার ফল।
সময়ের নির্বিকার ফেরেশতা হয়েছে গর্ভবতী-
আমরা সবাই একটি সম্মিলিত সন্তানের আশায় ঝিমুই, মাথা নুয়ে বিধবা রাত্রি ওড়ে নীল শঙ্খচিল।
আইনস্টাইন মিশে যায় ঠাণ্ডা ঈশ্বরের উলানে, ওমে
ফাটাফাটা আল্লাহ জন্মে অন্ধ আর্তির শীতল ফাটলে-
একা মাড়িয়ে যাই বসন্তের মোরাকাবা, নোনাজল,
উড়ে যাই ক্ষুধাভরা নক্ষত্র তারার মিনতি,
এভাবে তামাম দুনিয়া মধ্যরাত- গোল হয়ে আসে
একটি সুইয়ের আগায় পদ্মফুল।
প্লাস্টিকে মোড়ানো কফিন জন্মে জন্মে একা
শোকহীন অতল কবরে নামে,
খোয়াবে ঢালুর খোঁয়ারি- জলবতী কাজলের রেখা
বোবা আকুতির ডানায় মৌ বতুয়া শাকের ঘ্রাণ,
এভাবে দুধভাতে, রক্তে আসে একটি লোককথা- আমাদের বৈশাখ!
ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র।
বর্গাদার জীবানু, বিদায় নাও
মুনা মুস্তাফা
পিছু ফিরে দেখা বারেবারে
ভুল ত্রুটি অগছালো যা
অপমানে ব্যথিত হ্রদয়, বেহিসেবী জঞ্জাল
হাঁফ ধরা একঘেয়েমি ভয়ংকর এক নিস্পৃহতায়, নিঃঝুম। এমন বিষন্ন দিনেও আসে বৈশাখ।
কুয়াশা কেটে উঠুক ঝাঁ ঝাঁ রোদ, ফটক ঠেলে ঢুকুক ঘরে ঘরে। রোদে তাতা বারান্দায় পা ঝুলিয়ে আরাম করুক নতুন বছর। কুটিল বর্গাদার জীবানু বিদায় নিক চিরতরে, হাসুক শিশুরা, খেলুক মাঠে ঘাটে। চাষী ফিরে যাক মাঠে, করুক ভাঙা হালের মেরামতি। রমনীরা আবার লাল সাদায় সেজে খোঁপায় ফুল গুজুক, অকারণে হেসে গড়িয়ে পড়ুক। আবার বাজুক প্রাণ গানের তালে তালে, আনন্দ ভালোবাসায় পূর্ণ হোক পৃথিবীর সব সীমানা। ঝকঝকে নীল আকাশে উড়ুক রঙিন ঘুড়ি।
সিডনি, অস্ট্রেলিয়া।
প্রাণের উচ্ছ্বাসে
আহমেদ শরীফ শুভ
এই বিষন্নতার উপত্যকায়
প্রকৃতির নিয়মেই বৈশাখ আসে
প্রকৃতি ডাকে প্রাণের উচ্ছ্বাসে
আমাদের বৈশাখী ভালোবাসা
ঠোঁটে ঠোঁটে ভাসে হৃদয়ের নিভৃতে..
মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
শুচি হোক ধরা
সুরঞ্জনা জেনিফার রহমান
চোখের আড়াল হয়েছি মাত্র,
মনের আড়াল কভু নয়।
ঘরেই ভালো থাকুক সকলে
প্রিয়জন ঠিক পাহারায় রয়।
বৈশাখের শাড়ি আর পাঞ্জাবী
তোলা থাকুক আলমারিতে।
যুদ্ধ জয়ের পরেই হবে উৎসব
সুস্থ শহরে, নতুন আলোতে।
” মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,
অগ্নি স্নানে শুচি হোক ধরা। ”
সিডনি, অস্ট্রেলিয়া।
এ কেমন নববর্ষ
নাজমুন নাহার লিপি
সকালে তখন অলস ঘুম
ভেসে এলো গানের সুর,
গানের উৎস খুঁজতে দেখি
কোকিল গাইছে গলা ছাড়ি।
বৈশাখের এই রঙিন আলোয়
রঙ লেগেছে আজ সবার মনে,
বৈশাখের এই উৎসবে
মনে কেবলই ভাবনা ধরে।
নতুন বছর কেমন যাবে
দুঃখ কষ্ট জরা শোক সরিয়ে দিয়ে
পাবো কি আমার সেই বৈশাখ ফিরে?
ঢাকা, বাংলাদেশ।
ছন্দ হীন নববর্ষ
অজয় দাশগুপ্ত
বদলে গেছে দৃশ্যপট
নিথর রমনা নীরব বট
সঙ্গীত হীন ছায়ানট।
নীরবতায় করুণ মাত্রা
বন্ধ চলা শোভাযাত্রা।
নাই বাদ্য নাই শাঁখ
চাই না এমন নব বৈশাখ।
সিডনি, অস্ট্রেলিয়া।