প্রশান্তিকা ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কোভিড-১৯ এ আক্রান্ত। তিনি এখন আইসোলেশনে রয়েছেন। দেশের প্রধান মেডিক্যাল কর্মকর্তা তার দেহে করোনা টেস্ট করিয়েছেন এবং পজিটিভ ফলাফল পেয়েছেন। বিবিসি জানায়, ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রী জনসন নিজেই তার টুইটারে করোনা আক্রান্তের খবর জানিয়েছেন।
টুইটার বার্তায় বরিস জনসন বলেন, “গত ২৪ ঘন্টায় আমি করোনা ভাইরাসের উপসর্গ পরিলক্ষিত করি। অবশেষে টেস্ট করানোর পরে আমার পজেটিভ রেজাল্ট আসে”।
প্রধানমন্ত্রী জনসন আরও বলেন, তিনি আইসোলেশনে রয়েছেন এবং সেখান থেকেই ভিডিও বার্তার মাধ্যমে যতদিন সম্ভব দেশ পরিচালনা করবেন। সবাইকে নিয়ে একসঙ্গে এই ভাইরাস মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত দু’দিন আগে ব্রিটেনের প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি স্কটল্যান্ডের বারমোরালে সেল্ফ আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। প্রিন্স চার্লস ও বরিস জন্সনের করোনা ভাইরাসে আক্রান্তের খবরে বিশ্বব্যাপী মিডিয়ায় আলোড়ন শুরু হয়েছে।