ব্রিসবেনে আমরা ক’জনের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা রোধে ভার্চুয়াল আলোচনা

  
    

প্রশান্তিকা ডেস্কঃ খুব সম্প্রতি বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় চালানো ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।এতে করে হামলার শিকার হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ আহত হয়েছেন এবং নিহত হয়েছেন কয়েকজন। তাদের গৃহে, মন্দিরে অগ্নি সংযোগ করা হয়েছে। চালানো হয়েছে লুটপাট।

বাংলাদেশে চলমান এই বেদনাদায়ক ও অনাকাংখিত অবস্থার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার সামাজিক সংগঠন আমরা ক’জন – দি লিগ্যাসি অফ বঙ্গবন্ধু অস্ট্রেলিয়া ইনক্ জুম ও ফেসবুক লাইভের মাধ্যমে আয়োজন করতে যাচ্ছে ‘ রক্তাক্ত শারদ – সংকটের প্রেক্ষিত ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।এটি প্রচারিত হবে আসন্ন শনিবার ( ২৩.১০.২০২১) বাংলাদেশ সময় বিকাল ৩টা; ব্রিসবেন সময় সন্ধ্যা ৭ টায়, ও ক্যানবেরা সময় সন্ধ্যা ৮ টায়।

আলোচনায় অংশ নেবেন অমি রহমান পিয়াল, ব্লগার সাংবাদিক; আযম খান, ব্লগার এ্যাক্টিভিস্ট; মারুফ রসূল, লেখক ও ব্লগার। এই আলোচনা অনুষ্ঠানটি স্বার্থক করতে ইচ্ছুক শ্রোতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের আহ্বান জানিয়েছে আয়োজক আমরা ক’জন- দি লিগ্যাসি অফ বঙ্গবন্ধু অস্ট্রেলিয়া ইনক্।

এই কনফারেন্সের বিষয়ে বিস্তারিত তথ্য সংগঠনটির ফেইসবুক পেইজে দেখতে পারেন:
https://www.facebook.com/AmrakojonAust

অথবা যোগাযোগ করুনঃ লাইলাক শহীদ, সভাপতি
‘আমরা ক’জন-দি লিগাসী অফ বঙ্গবন্ধু অস্ট্রেলিয়া ইনক্’
ফোন: +61426200067 Also available at Viber and WhatsApp
ব্রিসবেন, অস্ট্রেলিয়া।

সংবাদ বিজ্ঞপ্তি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments